চট্টগ্রামে সিগারেট ফ্যাক্টরিতে অভিযান
অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে মামলা
প্রকাশিত : ১৮:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২০
ভ্যাট গোয়েন্দা অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে চট্টগ্রামে অবস্থিত ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করেছে। ভ্যাট গোয়েন্দার দল গতকাল চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকার সিগারেট কারখানা প্রাঙ্গনটি আকস্মিক পরিদর্শন করে।
পরিদর্শনে গোয়েন্দারা কারখানা ফ্লোরে ৬০ কার্টন সিগারেটে ব্যবহৃত ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় দেখতে পায়। ভ্যাট আইন অনুসারে প্রতিটি সিগারেট প্যাকেটে সিকিউরিটি প্রিন্টিং থেকে সরবরাহকৃত নতুন ব্যান্ডরোল ব্যবহার করতে হয়। কিন্তু চট্টগ্রামের সিগারেট কারখানাটি পুরাতন ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে ভ্যাট ফাঁকি দেয়ার চেষ্টা করেছে মর্মে ভ্যাট গোয়েন্দারা মনে করছেন।
এসব সিগারেটে ‘সাহারা’ ও ‘এক্সপ্রেস’ নামীয় ব্রান্ডের ৬ লাখ শলাকা পাওয়া যায়। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ ১৭ দশমিক ৩০ লাখ টাকা।
অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে সিগারেটগুলো জব্দ করা হয় এবং ভ্যাট আইনে আজ মামলা দায়ের করা হয়েছে। আটক সিগারেটের মোট মূল্য ২৪ লাখ টাকা।
ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক তানভীর আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
আরকে//
আরও পড়ুন